৭ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ । Class 7 all assignment 2021: ২০২১ সালের ৭ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হবে আগামী ১৬ মার্চ ২০২১; শিক্ষার্থীদের মূল্যায়নের লক্ষ্যে ২০২১ শিক্ষাবর্ষের মাউশি কর্তৃক প্রকাশিত প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্টগুলোর মধ্যে ৭ম শ্রেণির জন্য নির্ধারিত এ্যাসাইনমেন্ট আলাদাভাবে পিডিএফ ও জেপিজি আকারে প্রকাশ করা হলো;
মাধ্যমিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থীরা প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট সম্পন্ন করে ২৫ মার্চ ২০২১ এর মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকের নিকট জমা দিবেন।
৭ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১
মূল্যায়নের লক্ষ্যে ২০২১ সালে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ১ম সপ্তাহের এস্যাইনমেন্ট বা নির্ধারিত কাজ হিসেবে ৫ টি বিষয়ের ৫ টি এস্যাইনমেন্ট দেওয়া হয়েছে।
২০২১ শিক্ষাবর্ষে ৭ম শ্রেণির প্রথম সপ্তাহের বাংলা ১ম পত্রের এ্যাসাইনমেন্ট :
শ্রেণি: ৭ম, বিষয় : বাংলা ১ম পত্র;
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম : গদ্য
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু : কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুর
এসাইনমেন্ট ২০২১ বা নির্ধারিত কাজ :
যৌক্তিকতা নিরুপণ: নিচে উল্লিখিত অংশটি সাধুরীতিতে রচিত উপযুক্ত কারণ দেখিয়ে তার যৌক্তিকতা তুলে ধর।
‘সংবাদ পাইলাম, কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে, ইতােমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে;
৭ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১
নির্দেশনা:
** শিক্ষার্থীরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের সহায়তা নিয়ে সাধুরীতির ৪৫টি বৈশিষ্ট্য লিখবে।
** উল্লিখিত পাঠ থেকে সর্বনাম, ক্রিয়াপদ, অব্যয় ও তৎসম শব্দের দৃষ্টান্ত চিহ্নিত করবে।
** যৌক্তিকতা সহ উপসংহার লিখবে।
মূল্যায়ন রুব্রিক্স :
অতি উত্তম :
১. বিষয়বস্তুর সঠিকতা;
২. যথাযথ দৃষ্টান্ত;
৩. বানান শুদ্ধতা;
৪. মৌলিকতা/নিজস্বতা
উত্তম: ১ টির ক্ষেত্রে ঘাটতি
ভালো: ২-৩ টির ঘাটতি
অগ্রগতি প্রয়ােজন : সকলক্ষেত্রেই ঘাটতি
৭ম শ্রেণির ১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর পেতে নিচের বাটনে ক্লিক করুন

৭ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১
৭ম শ্রেণির ২০২১ শিক্ষাবর্ষে ১ম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম : এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ ১ম অধ্যায়
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু :
পাঠ-১ (তাওহিদ),
পাঠ-২ (তাওহিদ নৈতিকতা),
পাঠ-৩ (কুফর),
পাঠ-৪ (শিরক),
পাঠ-৫ (ইমান মুফাস্সাল)
৭ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১
এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ :
পােস্টার: আমাদের চারপাশে সৃষ্টিজগতের মাঝে মহান আল্লাহর একত্ববাদের অসংখ্য নমুনা বিদ্যমান; বাস্তব উদাহরণসহ এককত্ববাদের প্রমাণ উল্লেখ করে একটি পােস্টার তৈরি কর।
নির্দেশনা :
** পাঠ্যবইয়ের অধ্যায় এক এর সংশ্লিষ্ট পাঠের আলােকে বিষয়বস্তুর মৌলিক চাহিদাগুলাে শনাক্ত করতে হবে।
** আর্ট পেপার/ক্যালেন্ডারের উল্টাপৃষ্ঠা অথবা খাতার পৃষ্ঠা ব্যবহার করে পােস্টার তৈরি করা যেতে পারে।
** প্রয়ােজনে সহায়ক পুস্তকের সাহায্য নেওয়া যেতে পারে।
** পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলােচনা করে বিষয়ের সঠিকতা সম্পর্কে সম্যক ধারণা নেওয়া যেতে পারে।
৭ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১
মূল্যায়ন রুব্রিক্স :
অতি উত্তম :
১. বিষয়বস্তু পূর্ণমাত্রায় সঠিক ও ধারাবাহিক,
২. কুরআন ও হাদিসের উদ্ধৃতি আরবিতে সঠিকভাবে লিখতে পারা,
৩. লেখায় লক্ষনীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা,
উত্তম :
১. বিষয়বস্তু অধিকাংশক্ষেত্রে সঠিক ও ধারাবাহিক;
২. কুরআন ও হাদিসের উদ্ধৃতি আরবিতে অধিকাংশক্ষেত্রে সঠিকভাবে লিখতে পারা;
৩. লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা;
ভালো :
১. বিষয়বস্তু সঠিক থাকলেও ধারাবাহিকতা অভাব।
২. কুরআন ও হাদিসের উদ্ধৃতি আংশিকভাবে আরবিতে লিখতে পারা।
৩. লেখায় সামান্য মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা;
অগ্রগতি প্রয়ােজন :
১. বিষয়বস্তু সঠিকতা ও ধারাবাহিকতার অভাব;
২. কুরআন ও হাদিসের উদ্ধৃতি লিখতে না পারা;
৩. লেখায় নিজস্বতা ও সৃজনশীলতা অনুপস্থিতি;
৭ম শ্রেণির ১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর পেতে নিচের বাটনে ক্লিক করুন

৭ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১
২০২১ সালের ৭ম শ্রেণির ১ম সপ্তাহের হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট

৭ম শ্রেণির ১ম সপ্তাহের হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর পেতে নিচের বাটনে ক্লিক করুন
২০২১ সালের ৭ম শ্রেণির ১ম সপ্তাহের খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট

২০২১ সালের ৭ম শ্রেণির ১ম সপ্তাহের বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট

আরও পড়ুন: অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর সকল অ্যাসাইনমেন্ট আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেইসাথে ৬ষ্ট থেকে ৯ম শ্রেনির সকল এ্যাসাইনমেন্টের সমাধান বা উত্তর সমূহ এখানে প্রকাশ করা হবে।
৭ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্টের উত্তর আপডেটের কাজ চলছে। আমরা খুব শিঘ্রই সকল এ্যাসাইনমেন্টের উত্তর প্রকাশ করবো। উত্তর পেতে নিচের লিংকে ক্লিক করুন।
এ্যাসাইনমেন্ট এর সকল তথ্য সমাধান ও আপডেট নোটিশ পেতে আমাদের পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন
[…] ৭ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট… […]
[…] ৭ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট… […]