৭ম শ্রেনি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর । Class 7 assignment hindu dhormo : ৭ম শ্রেণির এসাইনমেন্ট ২০২১ (১ম সপ্তাহ) প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (dshe.gov.bd)। ১৬ মার্চ ২০২১ তারিখে ১ম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।
আমাদের ওয়েবসাইটে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনির সকল এ্যাসাইনমেন্ট ও তার উত্তর প্রকাশ করা হয়েছে।
এই পোষ্টে ১ম সপ্তাহের সপ্তম শ্রেণীর হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট এর সমাধান দেওয়া হয়েছে।
৭ম শ্রেনি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর । Class 7 assignment hindu dhormo

ঈশ্বর এক ও অদ্বিতীয় এবং নিরাকার। তবে সব সাকার রূপ একই ঈশ্বরের বিভিন্ন। প্রকাশ”- যুক্তি বিশ্লেষণ পূর্বক ব্যাখ্যা কর।
সংকেত: ১। ঈশ্বরের স্বরূপ ২। ঈশ্বরের একত্ব
৭ম শ্রেনি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর । Class 7 assignment hindu dhormo
সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট ২০২১ এর সমাধান এখান থেকে শুরু
ঈশ্বর এক ও অদ্বিতীয় এবং নিরাকার। তবে সব সাকার রূপ একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ।”- নিচে উক্তিটির যর্থাথতা বিশ্লেষণ করা হলাে :-
ঈশ্বর অর্থ প্রভু। তিনি সর্বশক্তিমান ও সর্বশ্রেষ্ঠ। তিনি সব কিছুর নিয়ন্তা। জীব ও জগতের ওপর তিনি প্রভুত্ব করেন বলে তাকে ঈশ্বর বলা হয়। তিনিই সকল শক্তি ও গুণের আধার। তাঁর আদি নেই, তাই তিনি অনাদি। তাঁর অন্ত নেই, তাই তিনি অনন্ত। তাঁর বিনাশ নেই, তাই তিনি অবিনশ্বর। তিনি নিজেকে নিজেই সৃষ্টি করেছেন, তাই তাকে স্বয়ম্ভ বলা হয়।
আপনারা পড়ছেন: সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট ২০২১ এর সমাধান
ঈশ্বরকে পরমেশ্বর নামেও ডাকা হয়। তিনি জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। তিনিই জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। ঈশ্বরের অনন্ত গুণ, অনন্ত রূপ, অনন্ত ভাব এবং বিচিত্র তার লীলা। জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম, যােগীর কাছে তিনি পরমাত্মা এবং ভক্তের কাছে ভগবান।
হিন্দু ধর্মে একটি বিশেষ বৈশিষ্ট্য হলাে ঈশ্বরতত্ত্ব। এই বৈশিষ্ট্য দ্বারা বােঝানাে হয়েছে ঈশ্বর নিরাকার। তিনি এক এবং অদ্বিতীয়। তবে তিনি প্রয়ােজনে সাকার রূপ ধারণ করতে পারেন। সাকার রূপ ধরে তিনি পৃথিবীতে অবতীর্ণ হন। তখন তাঁকে অবতার বলা হয়। যখনই ধর্মের গ্লানি উপস্থিত হয় অথ্যাৎ অন্যায় অবিচারে বিপর্যস্ত হয় মানবজীবন এবং অধর্মের অভ্যুত্থান ঘটে তখন। ঈশ্বর কোনাে না কোনাে রূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হন। যেমন- দ্বাপর যুগে ঈশ্বর বা ভগবান স্বয়ং কৃষ্ণরূপে পৃথিবীতে এসেছিলেন।
অন্যান্য অবতারও ঈশ্বরেরই অংশ। আর শ্রীকৃষ্ণ ঈশ্বরের পূর্ণ অবতার। আর তাইতাে বলা হয়েছে
‘কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ম্’- অথ্যাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান।
বিভিন্ন দেব-দেবী এক ঈশ্বরেরই ভিন্ন ভিন্ন গুণ বা ক্ষমতার প্রকাশ মাত্র। এই এক ঈশ্বরকেই আমরা বিভিন্ন নামে অভিহিত করি। অথ্যাৎ দেব-দেবীরা ঈশ্বরের এক বিশেষ গুণ বা শক্তির সাকার রূপ। যেমন- ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণুরূপে ঈশ্বর জীবজগৎকে রক্ষা ও প্রতিপালন করেন, শিবরূপে তিনি ধ্বংস করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করেন। অপরদিকে দুর্গা শক্তির দেবী, সরস্বতী বিদ্যার দেবী, লক্ষী ধন-সম্পদের দেবী ইত্যাদি।
আবার, ঈশ্বর যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাকে জীবাত্মা। বলে। রবীন্দ্রনাথ ঠাকুর জীবের মধ্যে ঈশ্বরের অবস্থান সম্পর্কে বলেছেন –
“সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর ”
আমার মধ্যে তােমার প্রকাশ তাই এত মধুর।
অথ্যাৎ দেহের সীমায় জীবাত্মারূপে পরমাত্মা বা ঈশ্বর বিদ্যমান থাকেন। সুতরাং বলা যায়- ঈশ্বর নিরাকার; তিনি সাকার রূপ ধারণ করতে পারেন। সব সাকার রূপই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ মাত্র। ঈশ্বর এক ও অদ্বিতীয় এবং নিরাকার ।
সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট ২০২১ এর সমাধান এখান থেকে শেষ
৭ম শ্রেনি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর । Class 7 assignment hindu dhormo
আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ
👉 ৭ম শ্রেনি ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর এখানে ক্লিক করুন
👉 সপ্তম শ্রেণীর বাংলা এসাইনমেন্ট উত্তর পেতে এখানে ক্লিক করুন
সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট ২০২১
শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা
এসাইন্টমেন্ট তৈরির জন্য যা আগে প্রস্তুত রাখতে হবে এবং যেসব বিষয় মনে রাখতে হবে, তা হলােঃ-
- A4 Size এর কাগজের খাতা।
- খাতার Cover পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণি, শাখা, রােল নম্বর, তারিখ, বিষয় ও নিজের স্বাক্ষর কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে।
- প্রতি বিষয়ের জন্য আলাদা খাতা হবে এবং প্রতিটি বিষয়ের খাতা একই নিয়মে তৈরী করতে হবে।
- খাতায় কোন ভাবে লাল কালির কলম কোনভাবেই ব্যবহার করা যাবে না।
- সব গুলাে খাতা একই Size অর্থাৎ A4 Size হতে হবে।
- হাতের লেখা সুন্দর, পরিস্কার ও পরিচ্ছন্ন হতে হবে।
- অন্য জনের থেকে কপি করে এসাইন্টমেন্ট তৈরি করা যাবে না।
- নিজের অর্জিত জ্ঞান ব্যবহার করে এসাইন্টমেন্ট তৈরি করতে হবে। যেটাতে শিক্ষার্থীর শিখন ফল প্রতিফলিত হয়।
- শিক্ষকের দেয়া নির্ধারিত তারিখ বা সময়ে লিখিত খাতা বিদ্যালয়ে জমা করতে হবে।
৭ম শ্রেনি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর । Class 7 assignment hindu dhormo
সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট ২০২১ এর সমাধান
৭ম শ্রেনির সকল এ্যাসাইনমেন্ট উত্তর পেতে নিচের বাটনে ক্লিক করুন
এ্যাসাইনমেন্ট এর সকল তথ্য সমাধান ও আপডেট নোটিশ পেতে আমাদের পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন
পোস্টটি আপনার উপকারে লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।