অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । Ministry of Finance Jobs circular 2021: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থ মন্ত্রণালয় থেকে চাকরির খবর প্রকাশ পায় যা চাকরি প্রত্যাশিদের জন্য আনন্দের। অর্থ মন্ত্রণালয়ে চাকরি বাংলাদেশের সরকারি চাকরিগুলোর মধ্যে অন্যতম চাহিদা ও মানসম্পূন্ন। অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য নিচের বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন এবং সঠিকভাবে আবেদন করুন। সকল চাকরির সংবাদ পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
চাকরি: | অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ |
---|---|
বেতন: | বেতনঃ ৮,২৫০-২০,০১০/- ৯,৩০০-২২,৪৯০/- থেকে ১১,০০০-২৬,৫৯০/- |
মোট পদ সংখ্যা: | ০৫ ধরনের ৩৫ টি |
যোগ্যতা: | এসএসসি/এইচএসসি/স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন | বয়সসীমা: | ৩০ বছর |
অফিসিয়াল ওয়েব সাইট: | https://www.cgdf.gov.bd |
পরীক্ষা ফ্রি বাবদ: | ১০০ টাকা |
আবেদন শুরু সময়: | ১৬ মার্চ ২০২১ আবেদন শুরু হবে |
আবেদন শেষ সময়: | ০৮ এপ্রিল ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন |
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । Ministry of Finance Jobs circular 2021
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় :
০১/০৩/২০২১ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়সসীমা ; (ক) সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। (খ) শুধুমাত্র মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। (গ) বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযােগ্য। (ঘ) বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
এই নিয়ােগ বিজ্ঞপ্তির বর্ণিত ছকের ০১নং এবং ০৪ ক্রমিকে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়ােগ বিধিমালা, ২০১৯ এবং ০২, ০৩ এবং ০৫ নং ক্রমিকের শূন্য পদসমূহ পুরণে “বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়ােগ বিধিমালা, ২০১৪” এবং এর সংশােধিত নিয়ােগ বিধি, ২০২০” অনুসরণ করা হবে।
এতদ্ব্যতীত নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি-বিধান/আদেশ/ নিয়মাবলি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনাে সংশােধন হলে তা অনুসরণ করা হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate-এর ঘরে টিক চিহ্ন দিতে হবে।
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । Ministry of Finance Jobs circular 2021
অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযােজ্য নয়। চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মূল কপি প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযােগ্য হবে না।
৫নং ক্রমিকে বর্ণিত পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় বিবেচিত হবে। ছকের ক্রমিক ০১ হতে ০৪নং ক্রমিকের শূন্য পদসমূহের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যােগ্য বিবেচিত হবেন। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
নিয়ােগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি বা বিজ্ঞপ্তি সংশােধন/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।
অনলাইনে আবেদন ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলি এবং করণীয় : ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://erd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । Ministry of Finance Jobs circular 2021
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৬ মার্চ, ২০২১ খ্রিঃ, সকাল-১০:০০ ঘটিকা (স্থানীয় সময়)।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৮ এপ্রিল, ২০২১ খ্রিঃ, বিকাল-৫:০০ ঘটিকা (স্থানীয় সময়) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ Pixel x প্রস্থ ৮০ Pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ Pixel x প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের | সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন Print Copy পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । Ministry of Finance Jobs circular 2021
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করার পর আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit কারী প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে। সংরক্ষণ করবেন।
Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ এই নিয়ােগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১-৪ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/(একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/-টাকা মােট ১১২/-(একশত বারাে) টাকা এবং ৫নং ক্রমিকের জন্য ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/-টাকা মােট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন।
সরকারি চাকরির খবর
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে। Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । Ministry of Finance Jobs circular 2021
প্রথম SMS:
ERD<space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। [Example: ERD ABCDEF] Reply: Applicant’s Name, Tk-112/56 will be charged as application fee. Your PIN is 12345678.
দ্বিতীয় SMS :
ERD<space>Yes<space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
[Example: ERD YES 12345678]
Reply: Congratulations, Applicant’s Name, payment completed successfully for ERD Application for post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (XXXXXxxx).
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://erd.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । Ministry of Finance Jobs circular 2021
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন।
প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা (প্রযােজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন; শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে ERD<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: ERD Help User ABCDEF & send to 16222 PIN Number জানা থাকলে ERD<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222.
Example: ERD Help PIN 12345678 & send to 16222. অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ১৩-তম, ১৬-তম এবং ২০-তম গ্রেডভুক্ত কর্মচারি নিয়ােগ পরীক্ষা ২০২১-এর বিজ্ঞপ্তি, Online এ আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMSএর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়ােজনীয় তথ্যাদি ওয়েবসাইট http://erd.teletalk.com.bd এ পাওয়া যাবে।
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । Ministry of Finance Jobs circular 2021
বিবিধ :
i) প্রার্থী কর্তৃক প্রদত্ত মােবাইলে পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তীতে SMS এর মাধ্যমে জানানাে হবে।
ii) পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.erd.gov.bd এ পাওয়া যাবে। iii) Online-এ আবেদন দাখিলের বিষয়ে যে কোন তথ্যের জন্য [email protected] ই-মেইলে অথবা যে কোন টেলিটক নম্বর হতে ১২১-এ কল করে জানা যেতে পারে।
০৮. ক, মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও কোটা সংক্রান্ত সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form এর প্রিন্ট কপির সাথে সকল সনদপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন। পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। উক্ত তথ্যসমূহের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্ত নিয়ােগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে।
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । Ministry of Finance Jobs circular 2021
আবেদনকারী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র কন্যা হলে উক্ত বক্তব্যের সপক্ষে আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।
ঘ. যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযােগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্ত রূপ দণ্ডের পর দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে, তবে তিনি আবেদন করার জন্য যােগ্য বিবেচিত হবেন না।
০৯. Online-এ আবেদন ও নিয়ােগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । Ministry of Finance Jobs circular 2021
আপনি যা খোঁজার কারণে এই পাতায় এসেছেন:
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2021, অর্থ মন্ত্রণালয় নিয়োগ ২০২১, অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি,
বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় নিয়োগ, অর্থ মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থ মন্ত্রণালয়ের নতুন নিয়োগ, অর্থ মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2021, অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, অর্থ মন্ত্রণালয়ে চাকরি,অর্থ মন্ত্রণালয়ে চাকরি ২০২১,অর্থ মন্ত্রণালয়ে চাকরির খবর, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র,
অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন, অর্থ মন্ত্রণালয় নোটিশ, অর্থ মন্ত্রণালয় পে স্কেল, অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় চাকরির আবেদন ফরম, অর্থ মন্ত্রণালয় চাকরি,অর্থ মন্ত্রণালয় চাকুরী 2021, অর্থ মন্ত্রণালয়ে চাকরির বিজ্ঞপ্তি, অর্থ মন্ত্রণালয় জব, অর্থ মন্ত্রণালয় সার্কুলার, অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার, Ministry of Finance job circular 2021, Ministry of Finance job circular, সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির
আরও পড়ুন:
ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১- DDM job circular 2021
পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১। Palli bidyut job circular 2021
ব্রাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । BRAC bank job circular 2021
Rupali Bank Job Circular 2021 – রূপালী ব্যাংক নিয়োগ ২০২১
জেলা জর্জ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – Additional District and Sessions Judge Job
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । Ministry of Finance Jobs circular 2021
RHD Job Circular 2021- সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
উপজেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । Upazila Parishad Job Circular 2021
সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । SBC Job Circular 2021
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি। BANBEIS Job Circular 2021
পেট্রোবাংলা নিয়োগ ২০২১ । Petrobangla Job Circular 2021
টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । TMSS Job Circular 2021
pdb job circular 2021- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । Ministry of Finance Jobs circular 2021
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । Medical Education job circular 2021
BIWTC Job Circular 2021- বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি
সোনালী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১। Sonali bank job circular 2021
বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১-Bgb job circular 97 batch