পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড নিয়োগ (PGCL Job Circular 2021) : পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল)-এর নিম্নবর্ণিত শূন্যপদসমূহে জনবল নিয়ােগের লক্ষ্যে নিম্নাক্ত শর্তসমূহ পূরণ সাপেক্ষে অনলাইন (Online) পদ্ধতিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
PGCL Job Circular । পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড নিয়োগ
pgcl teletalk com bd
পদের নাম | পদ সংখ্যা | বেতন |
---|---|---|
মোট পদসংখ্যা | ৫৩টি | |
সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) | ৯টি | ২২০০০-৫৩০৬০ টাকা |
সহকারী ব্যবস্থাপক (হিসাব) | ৭টি | ২২০০০-৫৩০৬০ টাকা |
সহকারী প্রকৌশলী | ১৬টি | ২২০০০-৫৩০৬০ টাকা |
সহকারী কর্মকর্তা (হিসাব ও প্রশাসন) | ১২টি | ১৬০০০-৩৮৬৪০ টাকা |
উপসহকারী প্রকৌশলী | ৯টি | ১৬০০০-৩৮৬৪০ টাকা |
PGCL Job Circular 2021 । পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড নিয়োগ
pgcl teletalk com bd
PGCL Job Circular 2021 – পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড নিয়োগ
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শর্তাবলি:
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি :
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://pgcl.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ: i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫/০৩/২০২১ খ্রিঃ , সকাল- ১০:০০ টা। ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৪/০৪/২০২১ খ্রিঃ , বিকাল ০৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
PGCL Job Circular 2021 – পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড নিয়োগ
ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
PGCL Job Circular 2021 – পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড নিয়োগ
pgcl teletalk com bd
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৪০০/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।
PGCL Job Circular 2021 । পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড নিয়োগ
প্রথম SMS: PGCL<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: PGCL ABCDEF
Reply: Applicant’s Name, Tk-400.00 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type PGCL Space>Yes Space>PIN and send to 16222.
pgcl teletalk com bd
দ্বিতীয় SMS: PGCL<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: PGCL YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for PGCL Application for < Post Name> User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://pgcl.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে। এজন্য উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন।
প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন;
Pashchimanchal Gas Company Job Circular 2021
শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID Glat ataca PGCL<space>Help<space>User<space>User ID & Send to 16222.
Example: PGCL Help User ABCDEF & send to 16222 ii. PIN Number stat 2170: PGCL<space>Help<space>PIN<space>PIN No & Send to
16222. Example: PGCL Help PIN 12345678 & send to 16222.
Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক হতে ১২১ নম্বরে অথবা যেকোন অপারেটরের ফোন থেকে ১৫০০১২১১২১ নম্বরে কল করুন। এছাড়া [email protected] ই-মেইলে যােগাযােগ করা যাবে। ( Mail এর Subject Orginization Name: PGCL, Post Name: ****, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার নােটিশ প্রার্থীর মােবাইলে SMS এর মাধ্যমে জানানাে হবে এবং PGCL -এর ওয়েব সাইট (www.pgcl.org.bd) -এ প্রকাশিত হ
বে। আবেদনকারীর বয়স ০৪/০৪/২০২১ তারিখে ১৮ হতে ৩০ বছর হতে হবে। তবে, বীর মুক্তিযােদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর।
বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা বাের্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদ-এ উল্লিখিত জন্ম তারিখই প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান করা হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবশ্যিকভাবে নিম্নলিখিত কাগজপত্র/মূল সনদ উপস্থাপন করতে হবে এবং সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০১(এক) সেট ফটোকপি দাখিল করতে হবে:
সদ্য তােলা ০৩ (তিন) কপি রঙ্গিন পাসপাের্ট সাইজ ছবি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের Applicant Copy ও লিখিত পরীক্ষার Admit Card এর কপি; শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্রসমূহ, মার্কশিট/Transcript । বিদেশী বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রিপ্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষাবাের্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান সাটিফিকেট (Equivalent Certificate) (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ);
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড নিয়োগ অফিসিয়াল বিজ্ঞপ্তি



আপনি যে বিষয়গুলো খোঁজার কারনে এই পৃষ্ঠায় এসেছেন:
PGCL Job Circular 2021, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, pgcl job circular 2021, pgcb job circular, job circular of pgcb, pgcb circular,
pashchimanchal gas company limited pgcl job circular 2021, Pashchimanchal Gas Company Job Circular 2021, pgcl teletalk com bd,
আরও পড়ুন:
Railway Job Circular 2021 | বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২১
Bangladesh Bank Job Circular । বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১- DDM job circular 2021
পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১। Palli bidyut job circular 2021
ব্রাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । BRAC bank job circular 2021
Rupali Bank Job Circular 2021 – রূপালী ব্যাংক নিয়োগ ২০২১
জেলা জর্জ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – Additional District and Sessions Judge Job
RHD Job Circular 2021- সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
উপজেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । Upazila Parishad Job Circular 2021
সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । SBC Job Circular 2021
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি। BANBEIS Job Circular 2021
পেট্রোবাংলা নিয়োগ ২০২১ । Petrobangla Job Circular 2021
টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । TMSS Job Circular 2021
pdb job circular 2021- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১